মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে ৪০ লিটার চোলাই মদসহ পাঁচ কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে পাহাড়তলী থানাধীন কাট্টলী জেলেপাড়া সদ্বীপের কলোনীর একটি ভাড়াঘরে অভিযানে চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বাবুল আজাদ।
গ্রেপ্তারকৃতরা হলেন – সুভাষ দাশ (৩৬), কালী চরণ দাশ (৫০), মোঃ নাছির (২৬), আল-আমিন (২৪) এবং ব্রজ গোপাল দাশ (৪০)। তারা পাহাড়তলী থানাধীন কাট্টলী এলাকায় বসবাস করে। ওসি বাবুল আজাদ জানান, শনিবার রাতে ওই এলাকায় কিছু লোক দেশীয় চোলাই মদ ক্রয়-বিক্রয় করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ৪০ লিটার চোলাই মদ ও নগদ ১হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা এসব চোলাই মদ বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF