প্রেস রিলিজ:
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের অভিযানে ১০ বছর সশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার।
গত ০৮/১২/২৪ খ্রি. ১৪.৪৫ ঘটিকার সময় চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানাধীন গ্রিনভিউ আবাসিক রোড নং-৭ থেকে জিআর নং-২৬/১৯৯৩, ধারা -৩৯৫/৩৯৭ পেনাল কোড সংক্রান্তে বিজ্ঞ আদালত কর্তৃক ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার হায়দারনগর এলাকার বাসিন্দা মোঃ নাছির প্রকাশ নাজিম উদ্দিন (৫৫)-কে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের একটি আভিযানিক টিম কর্তৃক গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি বাঞ্ছারামপুরে ডাকাতি করার পর ৩১ বছর যাবৎ দেশের বিভিন্ন স্থানে পলাতক অবস্থায় ছিল। তাকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF