প্রেস রিলিজ:
স্ত্রীকে হত্যা করে মৃতদেহ ঘরের মধ্যে ৫ দিন যাবৎ তালাবদ্ধ রাখার পর পতেঙ্গা থানা পুলিশ কর্তৃক সংবাদপ্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারী স্বামী গ্রেফতার।
গত ০৭/১২/২৪ খ্রি. বিকাল ১৭.৪৫ ঘটিকার সময় স্থানীয় লোকজন কর্তৃক পতেঙ্গা থানায় সংবাদ পাওয়া যায় যে, পতেঙ্গা মডেল থানাধীন বিজয়নগর কাঁচাবাজার মোড়ে অবস্থিত একটি তাকাবদ্ধ ভাড়াঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। সংবাদ প্রাপ্তির পর পতেঙ্গা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। উক্ত ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘরটির ভাড়াটিয়া নাছিমা আক্তারের (৪৫) পঁচা, অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়।
পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার (বন্দর) জনাব কবির আহাম্মদ মহোদয়ের নির্দেশনা মোতাবেক পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমানের নেতৃত্বে পতেঙ্গা মডেল থানার অভিযানিক দলটি গোপন সূত্রের ভিত্তিতে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে এবং হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্ত মোঃ নাছির (৪৮)-কে ডিসেম্বর চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন গুণদ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে।
গ্রেফতারের পর আসামিকে জিজ্ঞাসাবাদে সে উক্ত হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে এবং জানায় যে পারিবারিক কলহের জের ধরে গত ০২/১২/২৪ খ্রি. রাত ১১.০০টার সময় ভিকটিমকে হত্যা করে ঘরে তালা দিয়া তার নিজ গ্রামের বাড়ি আনোয়ারায় আত্মগোপন করে ছিল।
গ্রেফতারকৃত মোঃ নাছির সিএমপির বন্দর থানার একটি ডাকাতি মামলা এবং চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার একটি মাদক মামলায় অভিযুক্ত স্ত্রী নাছিমাকে হত্যার অভিযোগে পতেঙ্গা থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF