মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গা দখল করে দোকান ও মার্কেট নির্মাণের প্রবণতা দিন দিন বাড়ছে।
উপজেলার হারবাং, বরইতলি, লক্ষ্যারচরসহ বেশ কয়েকটি স্থানে সওজের জমি দখল করে স্থাপনা গড়ে তুলেছেন একশ্রেণির প্রভাবশালী ব্যক্তি। এসব স্থাপনা ভাড়া দিয়ে মোটা অঙ্কের অর্থ উপার্জন করছেন তারা। সম্প্রতি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় সওজের জায়গা বালি দিয়ে ভরাট করেছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি জসিম উদ্দীন ও ডা. রমিজ। জমি ভরাটের বিষয়ে জানতে চাইলে জসিম উদ্দীন জানান, তারা চকরিয়া সওজ অফিস থেকে অনুমতি নিয়েই জমি ভরাট করেছেন। এছাড়া সরকারি জমি দখলে কোনো সমস্যা নেই বলেও মন্তব্য করেন তিনি।
তবে চকরিয়া সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী মোহাম্মদ দিদারুল ইসলাম বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, “সওজের জমি ভরাটের অনুমতি কাউকে দেওয়া হয়নি। দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে জসিম উদ্দীন ও ডা. রমিজকে জায়গা খালি করার নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে।”স্থানীয় সূত্রে জানা গেছে, সওজের কিছু অসাধু কর্মচারী অর্থের বিনিময়ে দখলদারদের সহযোগিতা করছেন। দীর্ঘদিন ধরে এই চক্রটি সরকারি জমি দখল ও বাণিজ্য চালিয়ে আসছে।উপজেলার সচেতন মহল সওজের জায়গা দখলদারদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF