প্রেস রিলিজ:
আজ ০৪/১২/২৪ খ্রি. চট্টগ্রাম মহানগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অবস্থিত মেট্রোপলিটন শুটিং ক্লাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আয়োজনে “ছিন্নমূল শিশু ও কিশোর অপরাধ প্রতিরোধ ও প্রতিকার” বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ মহোদয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব নাজিবুল ইসলাম, বিভাগীয় পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, চট্টগ্রাম; জনাব মাধুরী ব্যানার্জী, প্রধান, ফিল্ড অফিস, ইউনিসেফ, চট্টগ্রাম বিভাগসহ বিভিন্ন এনজিও, সাংবাদিক, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জ।
উপস্থিত বক্তাগণ ছিন্নমূল শিশুদের পুনর্বাসন ও কিশোর অপরাধ দমনে তাদের মূল্যবান মতামত প্রদান করেন যা ছিন্নমূল শিশু-কিশোরদের অপরাধ প্রতিরোধে সহায়ক হবে। বেলা ১১.০০ ঘটিকায় শুরু হওয়া দিনব্যাপী এই সেমিনারে সিএমপি কমিশনার ছিন্নমূল শিশু কিশোর অপরাধীদের সম্ভাব্য অপরাধী (Potential criminal) না ভেবে কীভাবে সমাজের মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত করা যায় তা নিয়ে সেমিনারে অংশগ্রহনকারী সমাজসেবা অধিদপ্তর, এনজিও, সামাজিক সংগঠন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও পুলিশ অফিসারদের কাজ করার আহ্বান জানান।
ইউনিসেফ চট্টগ্রাম বিভাগীয় প্রধান জনাব মাধুরী ব্যানার্জী অভিভাবকদের এমন কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানান যা শিশু-কিশোরদের পরিবার ও সমাজ থেকে বিছিন্ন করে দেয়। অন্যথায় ছিন্নমূল শিশু-কিশোররা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়বে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF