মো: সেলিম উদ্দিন খান বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা থেকে ১ লাখ ২৮ হাজার ৫০ পিস ইয়াবাসহ আব্দুল মান্নান (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতে র্যাবের বিশেষ অভিযানে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ৪ কোটি টাকা। আজ শনিবার দুপুরে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে আনোয়ারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
গ্রেপ্তার হওয়া আব্দুল মান্নান (৪৫) উপজেলার খোর্দ্দ গহিরা এলাকার মৃত ছালেহ আহম্মদের পুত্র।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা র্যাব-৭ অভিযান চালিয়ে মাদক কারবারি আবদুল মান্নানকে গ্রেপ্তারের পর তাঁর তথ্যমতে অভিযান চালিয়ে মান্নানের বসতঘরের খাটের নিচে দুইটি প্লাস্টিকের ব্যাগের ভেতর বিশেষ কায়দায় রাখা ১ লাখ ২৮ হাজার ৫০টি ইয়াবা জব্দ করা হয়েছে। আবদুল মান্নান প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে স্বীকার করেন দীর্ঘদিন ধরে তিনি মাদক কারবারি সিন্ডিকেটের মাধ্যমে সাগরপথে মিয়ানমার থেকে ইয়াবার চালান বহন করে নিয়ে আসতেন।
পরে সেগুলো চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক কারবারিদের কাছে পাচার করে আসছিলেন। জব্দ করা ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৯০ লাখ টাকা বলে জানান তিনি। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম জানান, র্যাব-৭-এর অভিযানে উপজেলার খোর্দ্দ গহিরা এলাকা থেকে ১ লাখ ২৮ হাজার ৫০টি ইয়াবাসহ আব্দুল মান্নান (৪৫) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF