ফয়সাল আহমেদ, রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের বিশেষ অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি যশোরের শার্শা উপজেলার গোগা এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মো. আশানুর রহমান (২৬)।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ গেইটের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ গেইটের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট ডিউটি পরিচালনা কালীন এসআই মোঃ আব্বাস উদ্দিন সংগীয় ফোর্স ঢাকাগামী একটি পরিবহনে তল্লাশি চালিয়ে ৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় ওই পরিবহনের যাত্রী মো. আশানুর রহমানকে মাদক পরিবহনের দায়ে আটক করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মো:রাকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.