মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। নানা ইস্যুতে যত্রতত্র রাস্তা অবরোধ করে বিক্ষোভ হচ্ছে প্রতিনিয়ত। বিক্ষোভ-অবরোধে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অবস্থা এমন পর্যায়ে গেছে যে আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে আইনজীবীকে হত্যার ঘটনাও ঘটছে। চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ বেড়েছে আশঙ্কাজনকভাবে। বেড়েছে খুনের ঘটনাও। বিভিন্ন জায়গায় ‘মব জাস্টিস’ করে গণপিটুনির ঘটনায় সৃষ্টি হয়েছে উদ্বেগ। গত তিন মাসে গণপিটুনিতে খুন হয়েছেন অন্তত ৬৮ জন। অনাকাঙ্ক্ষিত ঘটনা নিত্য-নৈমিত্তিক ব্যাপার। রাতে রাজধানীর বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রসহ লাঠি হাতে হরহামেশাই মহড়া দিতে দেখা যাচ্ছে বিভিন্ন গ্রুপকে। এতে তৈরি হচ্ছে ভীতিকর পরিস্থিতি। এসব কারণে জনমনে বিরাজ করছে আতঙ্ক। সব ঘটনায় মামলা হচ্ছে না। তবে পুলিশের হিসাব অনুযায়ী, দুই মাসে (সেপ্টেম্বর ও অক্টোবর) সারা দেশে মামলা হয়েছে প্রায় সাড়ে ২৫ হাজার। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে এসব তথ্য।পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, গত দুই মাসে (সেপ্টেম্বর ও অক্টোবর) সারা দেশের থানাগুলোয় মামলা হয়েছে ২৫ হাজার ৪৫৬টি। এর মধ্যে খুন ও ধর্ষণের মামলা হয়েছে ১ হাজার ২৯৬টি। হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ৫২২টি (রোহিঙ্গা খুনের তথ্য এখানে নেই)। ডাকাতির ঘটনায় মামলা হয়েছে ১১১টি। ওই দুই মাসে দস্যুতার ঘটনায় ২৩১টি, দ্রুত বিচার আইনে ২২১টি, দাঙ্গা সংক্রান্ত ২৪টি এবং ধর্ষণের ঘটনায় ৭৭৪টি মামলা হয়েছে। এছাড়া নারী নির্যাতনের ১ হাজার ৮৩৩, শিশু নির্যাতনের ৫২৯, অপহরণের ১৬১, পুলিশ আক্রান্তের ৫৮, সিঁধেল চুরির ৪৮১ এবং চুরির ঘটনায় মামলা হয়েছে ১ হাজার ৩২৮টি। অন্যান্য কারণে মামলা হয়েছে ১৩ হজার ২১১টি। ওই দুই মাসে অস্ত্র আইনে ২৭০, বিস্ফোরক আইনে ২১৪, মাদকসংক্রান্ত ৫ হাজার ৯৯ এবং চোরাচালানসংক্রান্ত মামলা হয়েছে ৩৩৮টি।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF