মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
জাতীয় পতাকা অবমাননা মামলায় অভিযুক্ত বাংলাদেশ সনাতনী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামে একজন শিক্ষানবীশ আইনজীবী নিহত হয়েছেন।
এ ঘটনায় আরো ৬ জন গুরুতর আহত হয়েছেন।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুসারে আহতরা হলেন— শ্রীবাস দাশ, শারকু দাশ, ছোটন, সুজিত ঘোষ, উৎপল ও এনামুল হক।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আদালত ভবনের প্রধান গেইটস্থ সড়ক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আইনজীবী আলিফকে মৃত ঘোষণা করেন।
এদিকে, সংঘর্ষের ঘটনায় আহত আরো ১৯ জনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল মন্নান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে অধিকতর চিকিৎসা দিয়ে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF