মো:সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন বলেছেন, আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। আমাদের রাজনীতি হবে সাম্য ও মানবিক। মনে রাখবেন, গত ১৭ বছর হাসিনা সরকারের কর্মকাণ্ডে মানুষ ক্ষিপ্ত ছিল। ফলে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। সেটি আমাদের উপলব্ধি করতে হবে। আগামীতে রাষ্ট্র ও সমাজ গঠনে কাজ করতে হবে। কাজেই এখন থেকেই আপনারা নিজেদের সেভাবে প্রস্তুত করবেন। আপনারা মানুষের কাছে যাবেন। ভালো কাজ দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করবেন।শনিবার (২৩ নভেম্বর) রাতে দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চুনতি ফরেস্ট অফিস এলাকায় বিএনপির কেন্দ্র ঘোষিত ৩১ দফা কর্মসূচির উপর আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চুনতি ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি কর্মীসভার আয়োজন করে।নাজমুল মোস্তফা আমিন বলেন, বাংলাদেশের মানুষ বিগত ১৬ বছরে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিলেন। তারা নিজেদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারেনি। বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দল ও অঙ্গ সংগঠনের কেউ কোনো অন্যায় করে পার পাবে না।চুনতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর মুহাম্মদ শহিদুল্লাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোস্তফিজুর রহমানের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমদ, উপজেলা বিএনপির সদস্য আবুল হাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন, চুনতি ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক বেলাল উদ্দিন বাবুল, চুনতি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF