মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কমলমুন্সির হাটের পূর্ব পাশে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
রোববার সকালে এ দুর্ঘটনায় অটোরিকশার চালক আবুল কালাম (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এতে আরও ২ জন আহত হয়েছে।নিহত আবুল কালাম উপজেলার খরনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর খরনা এলাকার ফকিরপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে।
আহতরা হলেন, মো. আব্দুল জব্বার প্রকাশ লিটা ও মর্জিনা বিনতে হ্যাপি। তারা দুইজন স্বামী-স্ত্রী। তাদের বাড়ি উপজেলার কচুয়াই ইউনিয়নের ফারুকীপাড়া গ্রামে।
সকালে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক আনিসুর রহমান।পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক আনিসুর রহমান বাংলাদেশ প্রতিদিন খবর কে জানান, দুর্ঘটনার পর ওই সড়কের দুইপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ ছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় আইনগত পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF