মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
কক্সবাজার শহরে মাদক সেবনের টাকা চেয়ে না পাওয়ায় মাকে কুপিয়ে হত্যার পর থানায় হাজির হয়ে পুলিশের কাছে ধরা দিয়েছেন এক যুবক।গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঝিলংজা পশ্চিম বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানান কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান।নিহত আনোয়ারা বেগম (৫৫) একই এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী। গ্রেপ্তার হোসাইন মোহাম্মদ আবিদ (২৮) নিহতের ছেলে।স্থানীয়দের বরাতে ইলিয়াস খান বলেন, কিছুদিন আগে আবিদের বাবা নিয়াজ আহমেদ একটি জায়গা বিক্রি করেন। সেই টাকা নিয়ে চিকিৎসার জন্য স্ত্রীসহ চট্টগ্রামে বসবাসকারী মেয়ের বাসায় অবস্থান করছিলেন নিয়াজ আহমেদ। শুক্রবার চট্টগ্রাম থেকে আবিদের মা আনোয়ারা বেগম কক্সবাজার ফেরেন।রাতে মায়ের কাছে আবিদ টাকা চায়। কিন্তু মা ছেলেকে টাকা দিতে অপারগতা জানান। এ নিয়ে সে মায়ের সঙ্গে ঝগড়া করে। পরে রাতের খাবার খেয়ে মা-ছেলে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ধারালো দা দিয়ে মাকে কুপিয়ে খুন করে আবিদ।ওসি বলেন, ঘটনার পর আবিদ মায়ের শয়ন কক্ষের দরজা বাহির থেকে বন্ধ করে দিয়ে থানায় যায় এবং কুপিয়ে মাকে হত্যার ঘটনা পুলিশের কাছে অবহিত করে। তখন পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।ইলিয়াছ খান আরও বলেন, শনিবার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় নিহত নারীর শয়ন কক্ষের দরজা বাহির থেকে বন্ধ ছিল। পরে দরজা খুলে খাটের ওপর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর মুখ, হাত ও মাথার কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।এ সময় মৃতদেহের পাশ থেকে একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।ওসি আরও বলেন, প্রাথমিকভাবে মাদকের সেবনের টাকা চেয়ে না পাওয়ায় মাকে খুনের তথ্য পাওয়া গেছে। তারপরও ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF