মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর বটতলী মোটর স্টেশনে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে লোহাগাড়া মৌজা বিএস ৭১৩নং খতিয়ানের অন্তর্ভূক্ত ১০ শতক জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা নির্বাহী অফিসার মো. ইনামুল হাছান।
সাথে ছিলেন লোহাগাড়ায় দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম।অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা নির্বাহী অফিসার মো ইনামুল হাছান জানান, দীর্ঘদিন যাবৎ উল্লেখিত সরকারি জায়গা অন্যের দখলে ছিল।
জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এ জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়েছে। আগামীতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF