মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক আওয়ামী লীগ নেতার বাড়ি ডাকাতি করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার উত্তর কালিয়াইশ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত ৭ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, দেলোয়ার হোসেন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। সোমবার দিবাগত রাত একটার দিকে সাতকানিয়া থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার বাড়িতে অভিযান চালায়। বাড়িতে তাকে না পেয়ে ফিরে যায় পুলিশ।
এর ২ ঘণ্টা পর ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন লোক আবার দরজা খুলতে বলেন। এসময় দেলোয়ার হোসেনের শাশুড়ি আফিয়া আরা বেগম দরজা খুললে দেখেন মুখোশ পরা অজ্ঞাত ৭ যুবক অবস্থায় ঘরে প্রবেশ করে। এরপর তারা ওই আওয়ামী লীগ নেতার স্ত্রী নিলু আকতার ও তার মেয়ে সাইমার মোবাইল ফোন কেড়ে নেয়। পরে দুর্বৃত্তরা শয়ন কক্ষে ঢুকে আলমারি থেকে ২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লাখ টাকা নিয়ে যায়।
তবে যাওয়ার সময় কেড়ে নেওয়া মোবাইল ফোন দুটি টেবিলে রেখে যায়। নিলু আকতার বলেন, ‘আমাদের বাসায় প্রথমে পুলিশ এসে আমার স্বামীর খোঁজে তল্লাশি চালায়। এর প্রায় ২ ঘণ্টা পর ডিবি পুলিশ পরিচয় দিয়ে আরেক দল লোক এসে দরজা খুলতে বলেন। আমার মা সরল বিশ্বাসে দরজা খুললে তারা আমার বাসায় প্রবেশ করে তল্লাশির নামে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
এই ঘটনায় ৭ জনকে আসামি করে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করেছি।’আ.লীগ দম্পতির মেয়ে সাইমা বলেন, ‘তারা প্রত্যেকে কালো কাপড়ের মুখোশ পরা ছিল। ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাসায় প্রবেশ ঢুবে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে যাচ্ছে কেন জিজ্ঞেস করলে তারা আমাদের গালিগালাজ ও হুমকি প্রদান করেন। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মং থোয়াই হ্লা চাকমা বলেন, ‘বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারি আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন ওই বাসায় অবস্থান করছেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা ওই বাসায় তল্লাশিচালিয়েছি। এরপর তাকে না পেয়ে আমরা ফিরে আসি।’
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল খাঁন বলেন,‘ডিবি পুলিশ পরিচয়ে বাসা থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF