মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চান্দগাঁও টেকবাজার এলাকায় অভিযান চালিয়ে তিন অস্ত্রকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন– মিদোক মারমা, উইলাঞো মারমা ও মুইচিং মারমা। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, চান্দগাঁও টেকবাজার এলাকার একটি ভবনে কয়েকজন অস্ত্রকারবারি অবস্থান করছে বলে জানতে পারে পুলিশ। এরপর বৃহস্পতিবার রাতে সেখানে অভিযানে যায় পুলিশের একটি দল। পরে সেখানে অভিযান চালিয়ে তিন অস্ত্র কারাবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি ৭.৬৫ মিমি একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এসব অস্ত্র বান্দরবানসহ নানা জায়গায় সন্ত্রাসী কাজে ব্যবহারের জন্য সরবরাহ করা হতো। জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছে আটক তিন ব্যক্তি।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF