মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
২৮২ কোটি দুই লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল কিনবে সরকার।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।সভা সূত্রে জানা যায়, চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য ইতোপূর্বে অনুমোদন দিয়েছে ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’।
এর মধ্যে চলতি অর্থবছরে আন্তর্জাতিক উৎস থেকে ৩.৫০ লাখ মেট্রিক টন চাল ক্রয় করা হবে। জানায়, এ ধারাবাহিকতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ৫টি দরপত্র জমা পড়ে।
৫টি প্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান !
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF