মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এনএসআই চট্টগ্রাম প্রতিনিধি দলের তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২ জন অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে সর্বমোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং একই সময় ৮ হাজার গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে।গতকাল-সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সাথে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী লোহাগাড়া ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার নীলমনির নেতৃত্বে ২৫ সদস্যের একটি টিম ও লোহাগাড়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রুবেল আলমের নেতৃত্বে ১২ সদস্যের অপর একটি টিম।
দন্ডিতরা হলো- উপজেলা চুনতি ইউনিয়নের কালো সিকদার পাড়া এলাকার ব্যবসায়ী মো. শাহীন। তিনি ফেনীর ফুলগাজী এলাকার নুরুন্নবীর পুত্র। তিনি দীর্ঘদিন যাবৎ রহিমা এন্ড মাম্মি এন্টারপ্রাইজ নামক ভুঁইফোড় একটি প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় এলাকার একটি অসাধু চক্রের যোগসাজশে বিস্ফোরক অধিদফতর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লাইসেন্স ব্যতীত ফায়ার সেফটি বিষয়ক নীতিমালা লঙ্ঘন করে অরক্ষিত অবস্থায় এলপি গ্যাস সিলিন্ডার মজুদ ও বিপণন করে আসছেন।
চট্টগ্রাম জেলা এনএসআই প্রতিনিধি দলের গোপন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৮ হাজার গ্যাস সিলিন্ডার জব্দ করেন এবং এর সাথে জড়িত মো. শাহীনকে ২ লাখ টাকা জরিমানা করেন।অপরজন হলেন- আবু আলা সিদ্দিকী।
তিনি একই ইউনিয়নের আবদুল গাফ্ফার সিদ্দিকীরর ছেলে। তাকেও একই অপরাধে ভ্রাম্যমান আদালত ১০ হাজার টাকা জরিমানা করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনামুল হাছান জানান, চট্টগ্রাম জেলা এনএসআই প্রতিনিধি দলের গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
দন্ডিতদের কাছ থেকে জরিমানা আদায় ও মজুদ করা ৮ হাজার গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। এরপর তাদেরকে কঠোরভাবে হুঁশিয়ার করে দেয়া হয় যে, তারা যেন আগামীতে এ ধরণের অবৈধ ব্যবসা পরিচালনা না করেন। এ ব্যাপারে তাদের কাছ থেকে লিখিত মুচলেকা নেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF