ফয়সাল আহমেদ, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে জাকের পার্টির ইউনিয়ন ও ওয়ার্ডের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুতি ও সামর্থ্য রয়েছে জাকের পার্টির। পরিবেশ-পরিস্থিতি দেখে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার দুপুরে রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারে তিনি এসব কথা বলেন।
শামীম হায়দার বলেন, ৩৫ বছর আগে জাকের পার্টি প্রতিষ্ঠিত হয়েছে।
এ দীর্ঘ সময়ে জাকের পার্টি দেশ ও জাতির স্বার্থে এককভাবে নির্বাচনে অংশ নিয়েছে। জাতীয় স্বার্থ সংরক্ষণ প্রশ্নে কখনো কখনো আদর্শগতভাবে কারও না কারও সাথে সংযুক্ত হয়েছে। ইসলামি দলসহ যে দলগুলো দেশ ও জাতির স্বার্থে কথা বলে, তাদের সাথে সুসম্পর্ক রাখতে চাই। সামনের পরিস্থিতি দেখে জোটবদ্ধ হয়ে, নাকি এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, সেই সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশের নির্বাচনী প্রচলিত আইন যতোটা কঠোর, তার প্রয়োগ ততোটা কঠোর নয়। রাজনৈতিক দলগুলো যেমন নির্বাচনী আইনের তোয়াক্কা খুবই কম করে। একইভাবে দলের লোকজন, প্রার্থী ও তাদের সমর্থকরাও নির্বাচনী আইন তেমন একটা মানেন না। দশকের পর দশক ধরে নির্বাচনগুলোতে যেভাবে আইন না মানার সংস্কৃতি তৈরি হয়েছে, তা সবাইকে পরিহার করতে হবে।
রাজবাড়ী জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চনের সভাপতিত্বে এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সম্পাদক মাওলানা মুফতি হাফেজ কাউসার আহমেদ চাঁদপুরী, জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য হুমায়ন কবির, কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ওবায়েদ মোল্লা, কৃষক ফ্রন্টের সম্পাদক কৃষক মহিউদ্দীন ফকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF