ফয়সাল আহমেদ, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদী থেকে অজ্ঞাত ১টিন বজাতক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে ।রবিবার (১৭ নভেম্বর) বিকালে রাজবাড়ী সদর উপজেলার ওরাকান্দা বাজারের সামনে পদ্মা নদীতেশিশুর লাশ ভাসতে দেখে পুলিশ কে খবর দেয় গ্রামবাসী।
উক্ত সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়ির এসআই ইলিয়াছ মাদবর সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে নবজাতক শিশুর লাশ উদ্ধার করে। এরপর লাশ থানায় নিয়ে আসা হয়।
দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ওসি এমরান মাহমুদ তুহিন বলেন , লাশটি নদীর স্রোতে ভাসতে ভাসতে ওরাকান্দা বাজারের সামনের এলাকায় চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, মৃত্যুর কারণ নির্ণয়ে লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করা হবে। শিশুর পরিচয় শনাক্তের চেষ্টাও করা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF