মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
কক্সবাজার জেলার চকরিয়ায় যাত্রীবাহী বাস তল্লাশি করে ৪০ কেজি গাঁজাসহ মাহফুজুর রহমান (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে চকরিয়া মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান পার্ক অফিসের সামনে থেকে তাকে হাতেনাতে ধরা হয়। র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) দেবজিত পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, একজন গাঁজাসহ বাসযোগে চকরিয়া থেকে কক্সবাজারে আসছে— এমন সংবাদের ভিত্তিতে চকরিয়া মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান পার্ক অফিসের সামনে যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করে র্যাব। একপর্যায়ে মাহফুজুর রহমানের আচরণ সন্দেহজনক হয়। তখন তার হেফাজতে থাকা দুইটি সাদা রঙের বস্তাসহ তাকে আটক করা হয়। বস্তা তল্লাশি করে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।
মাহফুজুর রহমান চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের গোলাম মোহাম্মদের ছেলে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে কক্সবাজারের বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করছেন তিনি।
দেশের সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন মাধ্যমে গাঁজা সংগ্রহ করে কৌশলে বিভিন্ন বাসে যাত্রী সেজে কক্সবাজারে নিয়ে আসতেন।আটক মাহফুজুরকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এরপর মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF