সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
লোহাগাড়ার চুনতিতে টিলা কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে ইউনিয়নের পানত্রিশা বাগান পাড়া, ফারেঙ্গা মন্দুলার চর ও চান্দা এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সাল। তিনি জানান, পানত্রিশা জয়নগর বাগান পাড়া এলাকায় টিলা কাটার খবরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টিলা কাটার সত্যতা পাওয়া গেছে। পরবর্তীতে ফারেঙ্গা মন্দুলার চর এলাকায় বনবিভাগের জায়গায় উচু অংশ কেটে কৃষি জমিতে রূপান্তর ও চান্দা এলাকায় টিলার উপরের অংশ কেটে সমান করে মাঠ করার অভিযোগে অভিযান পরিচালিত হয়েছে। তবে ওইসব জায়গার কাগজপত্র ও দাগ–খতিয়ান পর্যালোচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে সাথে ছিলেন চুনতি ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইদ্রিছ, বনবিভাগ ও পরিবেশ অধিদপ্তরের টিম।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF