জাতিসংঘের প্রদর্শনীতে সিলেটের প্রকল্প উপস্থাপন
জাতিসংঘের উদ্যোগে কায়রোতে অনুষ্ঠিত বিশ্ব নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারী সংস্থাসমূহের মাঝে বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাটের হাওড় অঞ্চলে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে নৌকায় স্থাপিত ও চলমান ‘বিশ্বের প্রথম ভাসমান পানি বিশুদ্ধকরণ ও বিনামূল্যে বিতরণ’ শীর্ষক প্রকল্প উপস্থাপন করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।
জাতিসংঘের উদ্যোগে মিশরের রাজধানী কায়রোর মিশর আন্তর্জাতিক প্রদর্শনী সেন্টারে ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই প্রোগ্রামে বিশ্বের ১৮২টি দেশের বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রীয় পর্যায়ের প্রায় ৩৭ হাজার মানুষ অংশগ্রহণ করেছেন।
উপস্থিত বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল মানুষগণকে পরিচিতির এক পর্যায়ে বরাবরের মতো বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। তিনি আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘প্লিজ ওয়েলকাম টু বাংলাদেশ। উই উইল শো ইউ এ বিউটিফুল বাংলাদেশ’
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF