জেলা প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় ‘বিনা লাভের দোকান’ চালু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলা সদর নজিপুর পৌর শহরের ধামইরহাট রোডের মুগ্ধ স্কয়ার সামনে এই অস্থায়ী দোকান পরিচালনা করা হয় আনুষ্ঠানিক- ভাবে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নবাগত পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলীমুজ্জামান মিলন। এ দোকান চালু করায় ক্রেতারা প্রয়োজন অনুযায়ী পণ্য কিনতে পারছেন। এতে বিভিন্ন ধরণের কাঁচা তরকারি ও মুরগির ডিম বিক্রি করা হচ্ছে। দোকান চালুর সাথে সাথেই সাধারণ ক্রেতাদের উপচেপড়া ভীড় দেখা যায়। বিনা লাভের দোকানে পণ্য কিনতে আসা আফজাল হোসেন বলেন, আমি এখান থেকে আলু, পেঁয়াজ ও ডিম নিয়েছি। বাজারে এগুলোর দাম অনেক বেশি। আরেক ক্রেতা সারমিন আক্তার বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এ অবস্থায় শিক্ষার্থীদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পত্নীতলা উপজেলা শাখার অন্যতম সদস্য মারুফ মোস্তফা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ‘বিনা লাভের দোকান’ চালু করা হয়েছে। ছাত্ররা এই কার্যক্রমে অংশ নিয়েছে। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সিন্ডিকেট ভাঙতে আমাদের এই উদ্যোগ
নওগাঁ #
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF