প্রেস রিলিজ:
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজার ফুটওভার ব্রিজের নিচে টাইগারপাসগামী রাস্তার উপর আজ ০২/১১/২৪ খ্রি. ভোর আনুমানিক ৫.৩০ ঘটিকার সময় অজ্ঞাতনামা চারজন ব্যক্তি জনৈক শাহাবুদ্দিন শেখ (২৭) ও তার সঙ্গীয় আলিফ তালুকদার (২৫)-কে ভয়ভীতি দেখিয়ে তাদের হাতে থাকা দুটি স্মার্ট ফোন ও নগদ ১০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।
ছিনিয়ে নেওয়ার পর তারা চিৎকার করলে আশেপাশে টহল ডিউটিতে নিয়োজিত এসআই সেলিম মিয়া সঙ্গীয় ফোর্সসহ পলায়নরত আসামিদেরকে দৌড়ে ধাওয়া করে।
এক পর্যায়ে সদরঘাট থানা এলাকা থেকে ০২ জন আসামি ১) মোঃ আলাউদ্দিন প্র. শাহিন (২৭) ও ২) মোঃ তুষার (২০)-কে গ্রেফতার করে এবং তাদের কাছে থাকা একটি টিপছোরা ও লুণ্ঠিত একটি মোবাইল সেট উদ্ধারপূর্বক জব্দ করেন।
পলাতক দুইজক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানার একটি দস্যুতা মামলা রুজু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF