মোঃ মাহফুজুর রহমান নড়াইল প্রতিনিধি ,,
নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র সহ ৬ জনকে গ্রেফতার করেছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, ২৯ অক্টোবর ২০২৪ মঙ্গলবার গভীর রাতে নড়াইলের কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতার কৃতরা হলো , উপজেলার হামিদুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের নফসের বিশ্বাস এর ছেলে ইউপি সদস্য রাজু বিশ্বাস (৩২), ও কিসলু বিশ্বাস, (৩৬), মিজানুর রহমান এর ছেলে জনি, জাহাঙ্গীর আলমের ছেলে মনির, জিলমান শেখের ছেলে শোয়েব,, এবং মাধবপাশা গ্রামের শাহাদাত সরদারের ছেলে আরিফুল,।
তাদের কাছ থেকে ১ টি এয়ার গান ১৮ টি বড় চাকু, ৩ টি ছোট চাকু, ১৪ টি কাচি, ১ টি হকিষ্টিক ৫ টি রাম দা, ৯ টি ছোট দাম,২ টি চাপাতি ১ টি কুড়াল, ৩ টি মদের বোতল ও ৫ টি ঢাল উদ্ধার করে। গ্রেফতার কৃত দেরকে কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF