মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের চেয়ারম্যানকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। সোমবার (২৮ অক্টোবর ) সকালে মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মোঃ খোকন মিয়ার বিরুদ্ধে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইউপি সদস্য মোঃ রফিক সিকদার চেয়ারম্যান খোকন মিয়ার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র -জনতার বিরুদ্ধে অবস্থান, হত্যা মামলার আসামি এবং দীর্ঘ দিন যাবত পরিষদে অনুপস্থিত হওয়ায় নাগরিক সেবা ব্যাহত হওয়ার অভিযোগ করেন। এ কারনে তিনি চেয়ারম্যান খোকন মিয়ার অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানান।
দীঘা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হান্নান সিকদার বলেন ,আমরা বর্তমান সরকারের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র -জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া দুর্নীতিবাজ চেয়ারম্যান খোকন মিয়াকে বহিষ্কার ও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দীঘা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য অলিয়ার রহমান,৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিস শিকদার ,৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আওয়াল মোল্লা ,৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কায়মুল শেখ সহ অন্যান্যরা।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, চেয়ারম্যান মোঃ খোকন মিয়া,আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় নানান অনিয়ম ও দূর্নীতির সাথে যুক্ত ছিলেন। গরিবের চাল আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম আর অনৈতিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়েছেন কিন্তু ক্ষমতাসীন হওয়ায় বিভিন্ন সময় পার পেয়ে গেছেন।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন দীঘা ইউনিয়নের ১,২,৩ মহিলা ইউপি সদস্য মোছাঃ লিপিয়া বেগম ৪,৫,৬ নং ওয়ার্ডের জুলেখা বেগমসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শত সাধারণ মানুষ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF