মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের বহদ্দারহাটের একটি আবাসিক হোটেল থেকে লিপি আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘হোটেল গুলজা’ নামের ওই আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে ওই নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ।পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘গতকাল (শনিবার) রাত সাড়ে ৯টার দিকে ফরহাদ নামে এক যুবক লিপি
আক্তারকে স্ত্রী পরিচয় দিয়ে এই হোটেলে কক্ষ ভাড়া নেন। ধারণা করা হচ্ছে, ওইদিন রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত কোনো এক সময়ে ওই তরুণীর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে ফরহাদ পালিয়েছে। মরদেহটি কক্ষের বাথরুমে পাওয়া গেছে। গলায় ওড়না পেঁচানো ছিল এবং পেছনে মুড়িয়ে হাত-পা বাঁধা অবস্থায় ছিল। এ সময় তাঁর গলায় ওড়না প্যাঁচান ছিল।’
এদিকে ঘটনার পর থেকে ফরহাদ পলাতক রয়েছেন। ফরহাদ ভোলা জেলার চরফ্যাশন থানার আমিনাবাদ গ্রামের আব্দুর রহিমের ছেলে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF