খায়রুল খন্দকার টাঙ্গাইল :
টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী বাজারে একটি তুলার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
আজ রবিবার (২০ অক্টোবর) বেলা সকাল ১১টায় দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে, ভূঞাপুর ফায়ার সার্ভিসের লিডার মোঃ স্বপন আলী নিশ্চিত করেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় তুলা, কারখানার মেশিন ও জুট পুড়ে গেছে এতে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
কারখানা মালিক আজিম উদদীন জানান, হঠাৎই এই আগুন লাগে। মার্কেটে আমার লেপ তোষক ও গার্মেন্টস এর কাপড়, একটি স্বর্ণকারের দোকান ও দোতলায় একটি তুলার গোডাউন রয়েছে।
আমরা দোকানেই ছিলাম। হঠাৎ লোকজন আগুন আগুন বলে চিৎকার করলে বুঝতে পারি দোতলায় তুলার গোডাউনে আগুন লেগেছে।
স্থানীয় লোকজন অনেক চেষ্টা করে আগুন নেভানোর জন্য। পরে ফায়ার সার্ভিস কর্মিরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনার স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF