স্পোর্টস ডেস্ক:
চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার এর আন্তঃ ট্রেনিং সেন্টার ফুটবল প্রতিযোগিতা ২০২৪ শুভ উদ্বোধন
চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার এর আয়োজনে আন্তঃ ট্রেনিং সেন্টার ফুটবল প্রতিযোগিতা ২০২৪ সকালে আউটার স্টেডিয়ামে শুভ উদ্বোধন হয়।
উদ্বোধন করেন চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার এর সভাপতি সাবেক ফুটবল খেলোয়াড় মশিউর আলম স্বপন উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাবেক ফিফা রেফারি আবদুল হান্নান মিরন, পরিচালক, তাহের আহমেদ, নজরুল কবির দীপু, অন্জন চক্রবর্তী, নাহিদ মুরাদ মুন্না, শাহারিয়া ইসলাম রেজাউল করিম, অসংখ্য অভিভাবক খেলোয়াড় কোচ নজরুল বাবু, নুর হোসেন দৌলত,মহসিন সাজু ট্রেনিং সেন্টার এর ম্যানেজার সাইফুল ইসলাম পরিচালনা করেন প্রতিযোগিতায় দুই গুরুপে ৮ টি দল অংশগ্রহণ করে ছোট গুরুপে পদ্মা,একাদশ মেঘনা একাদশ, যমুনা, একাদশ বড় গুরুপে হালদা একাদশ, মাতামুহুরি একাদশ, কর্ণফুলী একাদশ, সাংগু একাদশ, বাকখালী একাদশ উদ্বোধন খেলায় পদ্মা একাদশ ২-বনাম মেঘনা একাদশ ০ গোলে জয়লাভ করে গোলদাতা পদ্মা একাদশের রবিউল, ও আদনান গোল করেন
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF