উজ্জ্বল কুমার সরকার নওগাঁ:
নওগাঁর মহাদেবপুরে শ্বশুরবাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরল সুলতান ওরফে শিপন নামে এক যুবক। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নিহতের স্ত্রী নাসরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এর আগে ভোরে উপজেলার রাইগাঁ গ্রামে শ্বশুরবাড়ি থেকে শিপনের লাশ উদ্ধার করা হয়।
নিহত সুলতান ওরফে শিপন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার অনন্তপুর গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিয়ের বছরখানেক পর থেকেই পারিবারিক কলহের কারণে নাসরিন তার বাবার বাড়িতে থাকত।
মাঝে মাঝে শিপন সেখানে বেড়াতে যেত। অন্যান্য সময়ের মতো রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শিপন সেখানে বেড়াতে আসে।
খাওয়া-দাওয়া শেষে রাতে সবাই ঘুমিয়ে পড়লে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। সোমবার ভোরে শিপন আত্মহত্যা করেছে এমন খবর শিপনের স্ত্রী নাসরিন আমাদের জানায়।
মহাদেবপুর থানার ওসি মো. হাশমত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবকের বাবা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় মামলা করেছে। মামলার পরিপ্রেক্ষিতে নিহতের স্ত্রীকে গ্রেপ্তার করে নওগাঁ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.