মোহাম্মদ নান্নু মৃধা,শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটিতে শরীয়তপুর জার্নালের সম্পাদক মুরাদ মুন্সী বিনাপ্রতিদ্বনীতায় সভাপতি নির্বাচিত হন ও ডিবিসি নিউজের শরীয়তপুর প্রতিনিধি রাজিব হোসেন রাজনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে সংগঠনটির চতুর্থ বার্ষিক সম্মেলনে শরীয়তপুর শহরের চিকন্দী ফুডপার্কে সদস্যদের ভোটে কমিটি নির্বাচন করা হয়। এ সময় সাংবাদিকরা জানান, ২০১৪ সালে শরীয়তপুরে এই অনলাইন সংগঠনটি কার্যক্রম শুরু করে। এখন অনলাইনের যুগ। অনলাইন সংবাদের সময় চলছে। বর্তমান সরকার অনলাইন পোর্টালকে নিবন্ধনের আওতায় আনছে। সাংবাদিকদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। সাংবাদিকরা এক থাকলে ঝুঁকিটা কমে যায়।
তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ লেখাটাই সাংবাদিকতা। সাংবাদিকদের সাংবাদিকতায় প্রশিক্ষণ নিতে হবে।
কমিটির অন্যান্যরা সহ-সভাপতি চ্যানেল এস'র শরীয়তপুর প্রতিনিধি খোরশেদ আলম বাবুল, কালবেলার শরীয়তপুর প্রতিনিধি মিরাজ সিকদার, দৈনিকে বাংলাদেশ প্রতিদিন খবরের প্রতিনিধি মোহাম্মদ নান্নু মৃধা, বাংলা৫২নিউজের শফিকুল ইসলাম সোহেল, দৈনিক গণকন্ঠের শরীয়তপুর প্রতিনিধি রেদওয়ান বিন কবির, অপরাধ বার্তার মুহসিন রেজা।
যুগ্ম সাধারণ সম্পাদক সমকালের শরীয়তপুর প্রতিনিধি সোহাগ খান সুজন, নিউজ ২৪ টেলিভিশন ও জাগো নিউজের শরীয়তপুর প্রতিনিধি বিধান মজুমদার, ঢাকা পোষ্টের প্রতিনিধি সাইফ রুদাদ, সাউথ এশিয়ান টাইমসের শরীয়তপুর প্রতিনিধি খান মুহাম্মদ শিহান, রুপালী বাংলাদেশের শরীয়তপুর প্রতিনিধি মো. আল আমিন, চ্যানেল এস প্রতিনিধি সাইফুল ইসলাম ঢালী।
সাংগঠনিক সম্পাদক পদে ভোটে নির্বাচিত হয়েছেন কালবেলার আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক বিনাপ্রতিদ্বন নির্বাচিত হয়েছেন বার্তা বাজারের আশিকুর রহমান হৃদয়, সাংগঠনিক বিনাপ্রতিদ্বনীতায় নির্বাচিত হয়েছে সংবাদ প্রকাশের নয়ন দাস।
অর্থ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বনীতায় নির্বাচিত হয়েছে বাংলা টিভির নয়ন দাস, শিক্ষা ও গ্রন্থাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আনন্দ টিভির জামাল হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শরীয়তপুর পোর্টালের সুলতান মাহমুদ সোহাগ, প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছে দৈনিক বাংলাদেশ সমাচারের শরীয়তপুর প্রতিনিধি সাইফুল ইসলাম মাদবর,দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যায়যায়দিনের মো. কালাম সরদার, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শরীয়তপুর জার্নালের জাভেদ শেখ, তথ্য ও গবেষণা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন,দৈনিক খবরপত্রের সাগর মিয়া।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, আজকের পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি বেলাল আহম্মেদ, গ্লোবাল টেলিভিশন ও রাইজিং বিডির সাইফুল ইসলাম আকাশ, কালেরকন্ঠের প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান সিহাব,দীপ্ত টিভির সালাউদ্দিন রূপম, আলোকিত শরীয়তপুরে তানভীর আহমেদ সাগর, দৈনিক সংবাদের পলাশ খান, আজকের দর্পনের শরীয়তপুর প্রতিনিধি মো. শাওন বেপারী,ইয়াং জার্নালের শাকিল আহম্মেদ, দৈনিক ইনকিলাবের ইলিয়াছ মাহমুদ, দৈনিক হংকারের সৈকত দত্ত টিটু।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF