মোঃ সেলিম উদ্দিন খাঁন চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।এসময় তিনি বলেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা গরিব অসহায় রোগীসহ সবাইকে আন্তরিক সেবাদানের মান বৃদ্ধি করতে হবে বলেন।
হাসপাতালে সেবা গ্রহীতা নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমার্জেন্সিতে সব ধরনের রোগী আসেন। যাদের অনেকে প্রাথমিক চিকিত্সাসেবা পেলে ভালো হয়ে যায়।
অনেক রোগীর অক্সিজেনেরও প্রয়োজন হয়। সেই সময়ে অক্সিজেন না পেলে ঐ রোগীর মৃত্যু অনিবার্য। অন্যদিকে অনেক প্রসূতির ইমার্জেন্সি সিজারিয়ান অপারেশন করার প্রয়োজন হয়।
কিন্তু চিকিত্সকসহ অন্য জনবল না থাকার কারণে এই ধরনের জরুরি অপারেশন করা সম্ভব হয় না। জানা যায়, মা ও শিশুর জীবন রক্ষার্থে সময়মতো সিজারিয়ান অপারেশন না হলে তাদের মৃত্যুসহ পরবর্তী নানা জটিলতার আশঙ্কা থাকে।
মুমূর্ষু রোগীদের মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতেও অনেক সময় লেগে যায়। এতে অনেক ক্ষেত্রে রোগীরা পথেই মারা যান। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেশিন আছে, টেকনোলজিস্ট নেই। সার্জন আছেন, অ্যানেসথেসিওলজিস্ট নেই।
আবার অ্যানেসথেসিওলজিস্ট আছেন, সার্জন নেই।
রবিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী,এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ, পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড, লেবার ওয়ার্ড, কেবিন,সম্মেলন কক্ষসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন।
পরিদর্শনকালে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা, সেবার মান ও সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং গুরুত্বপূর্ন দিক নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ ইশতিয়াকুর রহমান, ডাঃ সোহেল চৌধুরীসহ হাসপাতালের অন্যান্যা চিকিৎসক ও স্টাফ-নার্সরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF