মোঃ সেলিম উদ্দিন খাঁন চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম-নগরীর বায়েজিদে আধিপত্য বিস্তারের জেরে যুবক খুনের ঘটনায় বিএনপির অঙ্গসংগঠন থেকে তিন নেতাকে বহিস্কার করা হয়েছে। আজ রবিবার (১৩ অক্টোবর) বিকেলে তাদের দল থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত নেতারা হলেন—নগরের পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সবুজ ও তার ভাই নগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং কৃষক দল নগর শাখার যুগ্ম আহ্বায়ক শাহ আলম। বিষয়টি নিশ্চিত করেছেন নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী।
তিনি বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পেয়ে তিনজনকে বহিষ্কার করা হয়েছে। যারাই এভাবে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।
গত শুক্রবার (১১ অক্টোবর) রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বায়েজিদের শান্তিনগর এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা সবুজ ও কৃষক দল নেতা শাহ আলমের অনুসারিদের মধ্যে সংঘর্ষে মো. ইমন নামে এক যুবক গুরুতর আহত হয়।
পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF