মোঃ সেলিম উদ্দিন খান চট্টগ্রাম প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন নির্বিঘ্ন করার লক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান।
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান।
বৃহস্পতিবার ( ১০ অক্টোবর ) রাতে কলাউজান ও লোহাগাড়া সদর ইউনিয়ন বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতনী ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
পাশাপাশি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্ব স্ব ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদেরকে সতর্ক থেকে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালনে সহায়তা করার নির্দেশ দেন লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব সাজ্জাদুর রহমান।
পরিদর্শনকালে লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক খোরশেদ আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাহাদুর কোম্পানি, সদস্য সচিব শহিদুল আলম, কলাউজানের আহ্বায়ক খোরশেদ আলম, সদস্য সচিব মিয়া মো: রফিক, এই সময় উপস্থিত ছিলেন উপজেলা,ইউনিয়ন,ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF