বিনোদন ডেস্ক:
আজ ০৯ অক্টোবর অভিনেত্রী সুমিতা সান্যালের শুভ জন্মদিন। প্রখ্যাত অভিনেত্রী সুমিতা সান্যাল ১৯৪৫ সালের ০৯ অক্টোবর দার্জিলিংয়ে জন্মগ্রহণ করেন।
বাবা গিরিজা গোলকুন্ডা সান্যাল মেয়ের নাম রেখেছিলেন মঞ্জুলা। পরিচালক বিভূতি লাহার পরিচালনায় ‘খোকাবাবুর প্রত্যাবর্তন’-এ অভিনয় করতে যাওয়ার পর তিনি মঞ্জুলার নাম বদলে রাখেন সুচরিতা।
পরে সেই নাম বদলে সুমিতা দেন পরিচালক কনক মুখোপাধ্যায়।
প্রায় ৪০টির বেশি বাংলা ছবিতে অভিনয় করেছিলেন সুমিতা। দিলীপ কুমারের বিপরীতে ‘সাগিনা মাহাতো’ অথবা ‘আনন্দ’-এ অমিতাভ বচ্চনের সঙ্গে জুটি বেঁধে সুমিতার অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছিল।
কলকাতায় নিজ বাড়িতেই ২০১৭ সালের ০৯ জুলাই তাঁর জীবনাবসান হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আজ এ জন্মদিনে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি অভিনেত্রীকে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF