(শরীয়তপুর প্রতিনিধি)
শরীয়তপুরের ডামুড্যায় স্বেচ্ছাসেবী সংগঠন "বাঁচাও"এর উদ্বোধন উপলক্ষে আনন্দ রেলী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১০ টার সময় ডামুড্যা পৌরসভার ৯ নং ওয়ার্ড দক্ষিণ ডামুড্যাস্থ সংগঠনের কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ রেলী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সামাজ সেবক হাবিবুর রহমান ভূঁইয়া, ফেরদৌস ওয়াহিদ বাবুল, আসলাম আতঙ্কর, উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধা,যুগ্ম সম্পাদক তুষার দাস,সাংগঠনিক সম্পাদক রাতুন,সহ হাসান, জিদান,শিশির,আলম,বাঁধন,শুভ,চয়ন সহ উক্ত সংগঠনের বিপুল সংখ্যক সদস্যগণ।
এসময় সংগঠনের সভাপতি মইনুল ইসলা(কমল)বলেন,সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াবার জন্যে অনেক সময় একার পক্ষে বড় কিছু করা কষ্টসাধ্য।
কিন্তু সম্মিলিত প্রচেষ্টায় অনেককিছুই করা সম্ভব। একারণেই আমরা আমাদের উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ ও যুবকদের সমন্বয়ে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন "বাঁচাও" নামে একটি সংগঠন দাঁড় করিয়েছি।
এ সংগঠনের মাধ্যমে সমাজের ভালোকাজে আমরা সবসময় সবার পাশে থেকে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও তা চলমান থাকবে ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.