মোঃ সিরাজুল ইসলাম (নারায়ণগঞ্জ প্রতিনিধি)
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকার জুয়েলারী ব্যবসায়ী সোহেলকে(৩৮) পিটিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল ৪অক্টোবর শুক্রবার আতাউর মাষ্টারের মালিকানাধীন রাণীপুরা বাজারের সোহেলের দোকান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সোহেল উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকার শফিউল্লার ছেলে। হত্যার কারন জানা যায়নি।
পুলিশ জানায়, গত এক বছর ধরে কাঞ্চনের রানীপুরা বাজারে আতাউর মাষ্টারের মালিকানাধীন মার্কেটের একটি দোকানে সোহেল জুয়েলারী ব্যবসা করে আসছিল।
চোরের ভয়ে রাতে সে দোকানেই ঘুমাতো। দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে সোহেলকে পিটিয়ে ও মাথায় উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়।
পরে সোহেলের মৃত্যু নিশ্চিত করে কম্বল দিয়ে ডেকে রাখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
গতকাল শুক্রবার সকালে সোহেলের দোকান ঘরের ভিতর থেকে রক্ত গড়িয়ে দোকান ঘরের বাইরে আসার চিহ্ন দেখে এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত সোহেলের মাথায় আঘাতের দাগ রয়েছে। সোহেলের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.