প্রেস বিজ্ঞপ্তি :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার চাঞ্চল্যকর সাইমন হত্যা মামলার পলাতক আসামি ঘটনার অন্যতম মূলহোতা মোঃ ইকবাল হোসেন’কে চট্টগ্রাম মহানগরীর সিইপিজেড এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
নিহত ভিকটিম সাইমন (১৫) চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন মকিমাবাদ এলাকায় তার পরিবারের সাথে ভাড়া বাসায় বসবাস করে আসছিল। গত ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে সন্ধ্যা আনুমানিক ১৭০০ ঘটিকায় ভিকটিম তাদের ভাড়া বাসা হতে এশার নামাজ আদায়ের লক্ষ্যে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের উদ্দেশ্যে যাওয়ার জন্য মসজিদ কমপ্লেক্স সংলগ্ন কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের রাস্তার উপর পৌঁছালে দেখতে পায় যে, অজ্ঞাতনামা ৩০০/৪০০ জন ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র, লাঠিসোটা, কিরিচ, হকি স্টিক, ইট এবং কাঁচের বোতল দিয়ে দুই পক্ষ দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়ে বাজারে দোকানপাট ভাংচুর ও মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করে এবং বিভিন্ন পথচারীদের আক্রমণ করতঃ ধাওয়া পাল্টা ধাওয়া করতে থাকে। এসময় ভিকটিম দৌঁড়ে ঘটনাস্থল ত্যাগ করার সময় ইকবাল হোসেন এবং তার অপরাপর সহযোগীদের হাতে থাকা দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করিলে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়ে।
ভিকটিমের আর্তচিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ভিকটিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন। পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ভিকটিমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
পরবর্তীতে গত ২১ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম সাইমন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
উক্ত হত্যাকান্ডের ঘটনায় নিহত ভিকটিমের মামা বাদী হয়ে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ৩০০/৪০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৪, তারিখ- ২২ সেপ্টেম্বর ২০২৪ ইং, ধারা- ১৪৩/১৪৭/ ১৪৮/১৪৯/৪২৭/৪৩৫/৩০২/৩৪, দ্য পেনাল কোড, ১৮৬০।
র্যাব-৭, চট্টগ্রাম বর্ণিত হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখে।
নজরদারির এক পর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বর্ণিত হত্যা মামলার ঘটনার অন্যতম মূলহোতা পলাতক আসামি মোঃ ইকবাল হোসেন (৩০) চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন সিইপিজেড মোড় এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক গত ০২ অক্টোবর ২০২৪খ্রিঃ তারিখে আনুমানিক ১৫৫০ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ ইকবাল হোসেন (৩২), পিতা- মৃত জিতু মিয়া, সাং- মকিমাবাদ, থানা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করতঃ বর্ণিত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। এছাড়াও মামলা দায়ের হওয়ার পর হতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে নিজ এলাকা ছেড়ে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল বলে সে জানায়।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF