মোঃ সিরাজুল ইসলাম (নারায়ণগঞ্জ প্রতিনিধি):
নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন ও দয়াল চন্দ্র শীলের ব্যবসায় প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
২ অক্টোবর উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে কায়েতপাড়া ইউনিয়ন হিন্দু সম্প্রদায়ের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দয়াল চন্দ্র শীলের ছেলে সুমন চন্দ্র শীল, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের বিধান কৃষ্ণ রায়, যুবদল নেতা উত্তম সাহা, সাধারণ সম্পাদক রূপগঞ্জ উপজেলা জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের দিপু চন্দ্রপুর গোপ ও সভাপতি কায়েতপাড়া ইউনিয়ন কামাল নাসেরসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের উপর সন্ত্রাসীরা প্রায়ই হামলা ও নির্যাতন চালায়।
গত মঙ্গলবার রাতে কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকার দয়াল চন্দ্র শীলের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা হামলা চালায়।
এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য জোরদাবি জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF