মোঃ মাহফুজুর রহমান নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া বাজার সার্বজনীন দূর্গা মন্দিরে মহালয়ার আগে মঙ্গলবার রাতে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে।
খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী অফিসারসহ পূজা উদযাপন পরিষদের নেতাকর্মী ভাংচুর হওয়া প্রতিমা স্থল পরিদর্শন করেন। জানা যায়, মঙ্গলবার (১ অক্টোবর) রাত ১২টার পরে দুবৃত্তরা মিরাপাড়া বাজার সার্বজনীন দূর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে।
ভাংচুর হওয়া প্রতিমা গুলোর ভিতর রয়েছে গনেশ, লক্ষী সরস্বতী, তাদের বাহন ময়ুর ও হাঁস। প্রতিমা ভাংচুরকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সমপ্রদায়ের মধ্যে চরম ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বুধবার সকালে মহালয়া শুরু হয়। নড়াইল সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ইতোমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার থেকে স্থানীয়দের সঙ্গে পুলিশের পাহারা আরও জোরদার করা হবে।
সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস বলেন, ভাংচুর হওয়া প্রতিমা গুলো দ্রুত সময়ের মধ্যে কারিগর এনে পূনঃ নির্মাণের জন্য বলা হয়েছে। প্রতিমা ভাঙ্গার বিষয়টি সঠিক তদন্ত পূর্বক দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF