মাগুরা সংবাদদাতা:
মাগুরায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ১৮২ জনের নামে মামলা দায়ের হয়েছে। মামলার নং ৫০/২৪ তাং ২৫ /৯/২৪।
গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে মাগুরার ঢাকা রোডে আন্দোলনকারীদের উপর আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের গুলিতে ২ ছাত্রদল নেতা নিহত হয়।
এসময় এ মামলার বাদি খালিদ হোসেন হাতে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়।
মাগুরা সদর থানায় গুলিবিদ্ধ খালিদ হোসেন মামলা দায়ের করে। দায়ের কৃত উক্ত মামলা সোমবার ৩০ সেপ্টেম্বর আদালতে পাঠান হয়েছে।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সরাষ্ট্র মন্ত্রী আছাদুজ্জামান খান কামাল, মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মাগুরা ২ আসনের সাবেক সংসদ সদস্য বীরেন শিকদারসহ ১৮২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১ থেকে দেড় হাজার জনকে আসামী করা হয়েছে।
মামলার বাদি খালিদ হোসেন অভিযোগ করেন, মামলা দায়েরের পর কতিপয় ব্যক্তি তাকে নানাভাবে মামলা প্রত্যাহারের জন্য হুমকি ধামকি দিচ্ছে।
সে নিরাপত্তার অভাব বোধ করছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তাকে অবহিত করেছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী মাগুরা থানার এস আই সুমিত জাানান, মামলার বাদীকে হুমকির অভিযোগ পেয়ে, যাদের বিরুদ্ধে হমকির অভিযোগ করা হয়েছে তাদেরকে সতর্ক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF