তিনটি টি-টোয়েন্টি ও জোড়া টেস্ট খেলতে ভারতে আসছে শ্রীলঙ্কা। দুই দেশের বাইশ গজের লড়াই শুরু হচ্ছে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। আগামীকাল (২৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার শুরু হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
ম্যাচের একদিন আগেই বিরাট ধাক্কা শীলঙ্কা শিবিরে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন দলের এক নম্বর স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এখনো করোনা থেকে পুরোপুরি সেরে না ওঠায় তার খেলা হবে না ভারতের বিরুদ্ধে। আজ (২৩ ফেব্রুয়ারি) বুধবার দেশটির ক্রিকেট বোর্ড থেকে এতথ্য জানানো হয়।
দু’দিন আগে ভারতের বিরুদ্ধে শক্তিশালী স্পিনারদের নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। ১৮ সদস্যের দলে স্পিন বিভাগের পুরোধা ছিলেন বিশ্বের তিন নম্বর টি-টোয়েন্টি বোলার হাসারাঙ্গা। এছাড়াও দলে আছেন মহেশ থিকশানা ও জেফরি ভ্যানডারসে। দলে রয়েছেন অফ-স্পিনার আশিয়ান ড্যানিয়েল।
ভারতে আসার আগে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল শ্রীলঙ্কা। কুসল মেন্ডিস ও বিনুরা ফার্নান্ডো ছাড়াও হাসারাঙ্গার শরীরে কোভিড বাসা বেঁধেছিল। অজিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শ্রীলঙ্কা ১-৪ হেরেছে। হাসারাঙ্গা অস্ট্রেলিয়ায় পাঁচ উইকেট পেয়েছেন।
চলতি বছর হাসারাঙ্গা আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলবনে। নিলামে যিনি দাম পেয়েছেন ১০.৭৫ কোটি রুপি। আইপিএলের ইতিহাসে তিনিই শ্রীলঙ্কার সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF