ডেস্ক নিউজঃ
নওগাঁর মহাদেবপুর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালী, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা ও এর পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে নওগাঁর মহাদেবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৭ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী সৌরেন এমপি।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুক‚ল চন্দ্র সাহা বুদু, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মালেক, থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম, সদর ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, অজিত কুমার মন্ডল, সাংবাদিক বরুন মজুমদার। আনসার ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম খঁাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা হুসেইন মুহাম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ময়নুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, সমাজসেবা অফিসার রোকনুজ্জামান মন্ডল, শিক্ষা অফিসার মোতাহার হোসেন প্রমুখ।
এসময় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ উপস্থাপন করেন মহাদেবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী সাকিব সাদমান ত্বকি, বঙ্গবন্ধুর জীবনীর উপর বক্তব্য দেন ৮ম শ্রেণির শিক্ষার্থী শেখ সাবা। এর আগে সকাল সাড়ে ৯ টায় মডেল স্কুল মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে একটি র্যালী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF