উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁ মহাদেবপুরে ‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে বদলগাছি পত্নীতলা ধামইরহাট সাপাহার পোরশা নিয়ামতপুর মান্দা উপজেলার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৮ মার্চ) বিকেল ৪ টায় উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, ভাইস চেয়ারম্যান অনুক‚ল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ।
আরও বক্তব্য রাখেন, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম খান। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF