প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৯:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৩, ২০২২, ১:২৮ পূর্বাহ্ণ
ক্রিকেট টুর্নামেন্ট পানওয়ালা পাড়া তরুণ সমাজ

গতকাল (২১ ফেব্রুয়ারি) সোমবার চট্টগ্রাম আগ্রাবাদ পানওয়ালা পাড়া তরুন সমাজ কতৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট প্রথমবারের মতো ।এতে অংশগ্রহন করেন অএ এলাকার মাজার গল্লি বাড়ির সকল ভাই বৃন্দ ।তারা সকল এ ৫টিম এ ভিবক্ত হয়ে ফাইনাল এর মাধ্যেমে টুর্নামেন্ট শেষ করে। উক্ত টুর্নামেন্ট উপস্থিত ছিলেন অএ এলাকার পানওয়ালা পাড়া যুব গোষ্ঠী ক্লাব এর সদস্যবৃন্দ সুমন,লিটন এবং আরও উপস্থিত ছিলেন অএ এলাকার নিউরন ক্লাব এর সদস্যবৃন্দ এমরান,মহসিন,তারেক,মুরাদ,আরও অন্যন্যা সদস্য বৃন্দ।
ফাইনালে পানওয়ালা পাড়া তরুণ সমাজ ক্রিকেট টুর্নামেন্ট ১ম হিসেবে বিজয় হয়েছেন টিম রয়েল এর ২য় হিসাবে বিজয় হয়েছেন টিম চ্যালেঞ্জারস ।চ্যাম্পিয়ন এ খেলেন টিম রয়েল এবং চ্যালেঞ্জারস, রয়েল রান এর আপ টিম চ্যালেঞ্জারস প্রথম এ টস হেরে বেট করে চ্যালেঞ্জারস টিম এবং টস জিতে বলিং করে রয়েল টিম তারপর চ্যালেঞ্জার টিম তারা বেট করে ৮ ওভার এ ৫ উইকেট এর বিনিময়ে ৩৬ রান করে তার বিপরীতে রয়েল টিম ৬ ওভার রান এ উইকেট এর বিনিময়ে এ ৩৭ রান করে জয় লাভ করে।বিজয় রয়েল টিম এর ফাইনাল খেলা করে ওসমান গনি ২২ রান করে ম্যান অব দ্য ম্যাচ পান।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.