মৌলভীবাজার প্রতিনিধি
বিপিএম ও পিপিএম পদকের জন্য নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার জেলার তিন পুলিশ অফিসার। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়াটার থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনের জানাযায়, বিপিএম পদক প্রপ্তির জন্য মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান (পিপিএম বার) এবং পিপিএম বার পদকে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ নির্বাচিত হন ।
জানাযায়, আগামী বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এ পদক পরিয়ে দিবেন।
দেশপ্রেম ও সাহসিকতার সঙ্গে দায়িত্বপালনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের বিপিএম (বাংলাদেশ পুলিশ পদক) ও পিপিএম (রাষ্ট্রপতি পুলিশ পদক) পদক দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF