মোঃ সেলিম উদ্দিন খান (বিশেষ প্রতিনিধি)
লোহাগাড়ায় আইডিয়াল স্কুলের উদ্যোগে মহান ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বার্ষিক পুরুস্কার বিতরণী সেরা মা অ্যাওয়ার্ড ও অমর একুশে অ্যাওয়ার্ড-২৪ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
২২ ফেব্রুয়ারি সকালে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক,লোহাগাড়া সিটি হাসপাতালের এমডি শিল্পপতি সরওয়ার কোম্পানি।
স্কুলের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া কেমিস্ট এন্ড ড্রাগিস্টের সাধারণ সম্পাদক, লোহাগাড়া জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক নজরুল ইসলাম, সমাজসেবক আলহাজ্ব মোঃ আবুল হাসেম, আমিরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাজ্জাদ হোসাইন, সমাজসেবক মোঃ আলী এবং ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন স্কূলের সহকারি প্রধান শিক্ষক মোঃ আরফাত হোসেন।অনুষ্ঠানে স্কুল কমিটির পরিচালনা কমিটির সদস্যরা, সকল শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি,সাংবাদিক, অভিভাবক-অভিভাবিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.