অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইনক আয়োজিত ভাষার পদযাত্রায় গত (২০ ফেব্রুয়ারি) রবিবার ক্যানবেরায় ৩৫০ জনেরও বেশি ভাষাপ্রেমী তাদের মাতৃভাষার জন্য রঙিন পোশাকে হাঁটার পাশাপাশি নাচ ও গান গেয়ে কিংস অ্যাভ ব্রিজ অতিক্রম করেন।
সংগঠনের সভাপতি জিয়াউল হক বাবলু জানান, ২০১৪ সাল থেকে প্রতি বছর ক্যানবেরাতে ভাষার পদযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। ২০২১ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম ‘বহুভাষিক শিক্ষার জন্য প্রযুক্তির ব্যবহার : চ্যালেঞ্জ এবং সুযোগ’ শীর্ষক ইউনেস্কোর এই বার্তাটির ব্যাখ্যা দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান তার বক্তৃতায় এই বছরের পদযাত্রাকে বৈচিত্র্য উৎসাহব্যঞ্জক উল্লেখ করে তিনি বাংলাদেশের আধুনিক ইতিহাসে মাতৃভাষা দিবসের উৎপত্তি ব্যাখ্যা করেন। অস্ট্রেলিয়ার বহুসংস্কৃতি বিষয়ক মন্ত্রী তারা চেইনী অনুমান করে বলেন, ক্যানবেরায় বসবাসরত অন্তত এক চতুর্থাংশ বাসিন্দা বাড়িতে ইংরেজি ছাড়া অন্য ভাষায় কথা বলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.