স্পোর্টস ডেস্কঃ
বিপিএলে চট্টগ্রামপর্বের দ্বিতীয় দিনে দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নেমেছে ফরচুন বরিশাল। কয়েন নিক্ষেপে জিতেছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যে কারণে আগে ফিল্ডিং করবে তাসকিন আহমেদের ঢাকা।
আজ বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের দশম ম্যাচ খেলতে নেমেছে দুইদল। এর মধ্যে আগের ৮ ম্যাচেই টানা হেরেছে ঢাকা। নিজেদের উদ্বোধনী ম্যাচে পাওয়া একমাত্র জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে আছে তারা।
অপরদিকে আসরের প্রথম দিকে খারাপ অবস্থা থাকলেও শেষের দিকে লড়াই করে শীর্ষ চারে জায়গা করে নিয়েছে বরিশাল।
আহমেদ শেহজাদ, তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, শোয়েব মালিক, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, কেশব মহারাজ, খালেদ আহমেদ, ওবেদ ম্যাককয়।
মোহাম্মদ নাইম, অ্যাডাম রসিংটন (উইকেটরক্ষক), সাইফ হাসান, অ্যালেক্স রস, শন উইলিয়ামস, এসএম মেহেরব, আলাউদ্দিন বাবু, তাসকিন আহমেদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, আরাফাত সানি।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF