উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়নের শিকারপুর মৌজার বেলি ব্রিজ শতবর্ষী ঐতিহ্যবাহী হিন্দুবাগার মেলা অনুষ্ঠিত হবে ভীম-একাদশী ৭ ই ফাল্গুন ২০শে ফেব্রুয়ারি মঙ্গলবার খেপি বসবেন ভূতনাথ বাবার ধামে ভক্তদের সেবা পারনের মধ্যে দিয়ে চাল-ডাল দিয়ে ভূতনাথ বাবার দর্শনকরে ।
১০ ই ফাল্গুন ২৩ শে ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত সারে ৩ টায় সময় পূনীমা শুরু হবে আর দেবের দেব মহাদেব বাবার ৭টি নিখুঁত পাতিলে চূলীপূজার করে রান্না করতে হবে। ফল-মূল-গজার মাছ ভাজা-পোড়সহ বিভিন্ন ধরনের খাবারের ৭ টি পারষ নিয়ে নিষি রাতে ভূতের রাজা দেবের দেব মহাদেব চেলা চামুন্ডাসহ তাদেরকে ঠেকে এনে সেবা দিতে হয়। এই মেলাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে বিভিন্ন ইউনিয়নের জেলা উপজেলা সহ দেশ- বিদেশ প্রত্যেক বাড়িতে জুড়ে।
একাধিক সূত্র জানায়, প্রায় পাঁচশ বছর পূর্ব থেকে স্থানীয় ভূতনাথ সন্ন্যাস পুজা উপলক্ষে নওগাঁ সদরে শেষ সীমানা ও মহাদেবপুর উপজেলার শেষ পূর্বধার দক্ষিণে, সম্পূর্ণ ব্যক্তি মালিকানা জমিতে সপ্তাব্যাপী ঐতিহ্যবাহী এই ভূতনাথ মেলা বসে। প্রতি বছর বাংলা সনের কখনো মাঘের মাসের শেষ অথবা ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে ভীম-একাদশীতে মেলাটি হয়। এ মেলাকে ঘিরে উৎসবের আমেজে মেতে উঠে মেলার আশে পাশের রানীপুকুর শিকারপুর বলিহার ভীমপুর ফারাকপুর পয়না নিন্দয়ের মৈনম মনারপুর শ্যামপুর চৌমাশিয়া খদ্দনারায়ণপুর লক্ষ্মীপুর গনেশপুর গাজীপুর সহ গ্রামের সব মানুষ।
তবে মেলাটি সপ্তাব্যাপী হলেও চলে প্রায় ২ সপ্তাহ পর্যন্ত। এ মেলায় পূনীমা দিবাগত রাতে-গজার মাছের ভোগদিয়ে ভক্ত সেবা লোকজনের সমাগম ঘটে। ঈদ বা অন্য কোন উৎসবে জামাই মেয়েদের কিংবা নিকট আত্মীয়দের দাওয়াত না দিলেও চলে কিন্তু হিন্দুবাগা মেলায় সবাইকে নিমন্ত্রণ ও দাওয়াত দিয়ে ধুমধাম করে খাওয়াতে হয় যা এখন কিনা সব ধরনের আত্মীয়-স্বজনদের উৎসবের দিন হিসেবে এই মেলাকে ঘিরে।প্রায় নিজ বাড়িতে মুড়ি ভাজা, নাড়কেলের নাড়ু জিলাপিসহ বিভিন্ন প্রকার মিষ্টি এবং মুখ রুচি কর খাবার তৈরী শুরু করে। ইতিমধ্যে আত্মীয় স্বজনদের দাওয়াত দেয়া হয়েছে। মেলার স্থান এলাকায় হলেও মেলাটি ছড়িয়ে পড়েছে বিভিন্নস্থানে। এই মেলাকে ঘিড়ে মেলা বসে ।
আশপাশের বিভিন্নস্থানে। প্রতিবছরের মতো এবারের মেলারও মূল আকর্ষণ হলো দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ।এছাড়াও মেলায় পাওয়া যায় বিভিন্ন প্রকার মিষ্টি,কাঠের তৈরি আসবাব পত্র,ছোট এবং বড়দের অনেক রকমের খেলনা,নানান রকম আচার সহপ্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF